সোমবার, ৩ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

রাশিয়ার পানির তলার পারমাণবিক ড্রোন নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ

রাশিয়া তাদের আধুনিক পারমাণবিক সাবমেরিন ‘খাবারোভস্ক’ আনুষ্ঠানিকভাবে প্রবেশ করিয়েছে, যা পানির তলার বিশেষ রোবট-অস্ত্র ‘পোসাইডন’ ড্রোন বহনে সক্ষম। বাইরের অনেকেই এই ড্রোনটিকে ‘ডুমসডে মিসাইল’ বা ‘প্রলয়াস্ত্র’ বলে উল্লেখ করেছেন।

সেভমাশ জাহাজঘাটিতে অনুষ্ঠিত আনুষাঙ্গিক অনুষ্ঠানে রুশ প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলোসোভ সাবমেরিনটি উদ্বোধন করেন। অনুষ্ঠানে রুশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আলেকজান্ডার মোইসেয়েভসহ জাহাজ নির্মাণ ও সামরিক বাহিনীর শীর্ষস্থানীয়রা উপস্থিত ছিলেন। বেলোসোভ অনুষ্ঠান সময় বলেন, খাবারোভস্ক বড় একটি অর্জন — এটি দেশীয় নৌসীমার রক্ষা এবং রাশিয়ার কৌশলগত স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রুবিন ডিজাইন ব্যুরো সাবমেরিনটির নকশা করেছে—যে নৌযানটি উন্নত জল-ভিত্তিক অস্ত্র ও স্ব-চালিত রোবোটিক সিস্টেম বহন করতে সক্ষম। রুশ সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, খাবারোভস্ক-শ্রেণীর প্রযুক্তি ভবিষ্যতে পোসাইডন জাতীয় পানির তলার ড্রোন বহনের প্রধান প্ল্যাটফর্ম হবে।

সোশাল-মিডিয়া এবং রুশ নেতৃত্বের বক্তব্য অনুযায়ী, গত সপ্তাহে পোসাইডনের সফল পরীক্ষাও সম্পন্ন হয়েছে; সূত্রে বলা হয়েছে, পরীক্ষায় এটি পারমাণবিক চালিত একটি ছোট রিঅ্যাক্টর ব্যবহার করেছে এবং মাদার সাবমেরিন থেকে উৎক্ষেপণ করা হয়েছে।

রুশ কর্মকর্তা ও নিরাপত্তা বিশ্লেষকরা পোসাইডনকে অত্যন্ত শক্তিমান অস্ত্র বলেই উপস্থাপন করছেন—রুশ নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ এটিকে ‘ডুমসডে মিসাইল’ বলে অভিহিত করেছেন, আর রুশ সংসদের প্রতিরক্ষা কমিটির চেয়ারম্যান আন্দ্রেই কার্তাপোলভের মন্তব্য ছিল, এই ড্রোনটি পুরো কোনো উপকূলীয় দেশের ওপর বিধ্বংসী আঘাত চালাতে পারে।

তবে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের একাংশ রাশিয়ার দাবি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তারা বলছেন, পোসাইডনের বাস্তবযোগ্যতা, তার অপারেশনাল পরিসর ও টেকসই সক্ষমতা সম্পর্কে এখনও প্রশ্ন রয়েছে এবং রাশিয়ার বিবৃতিগুলো কিছু ক্ষেত্রে অতিরঞ্জিত হতে পারে। তবু ক্রেমলিন ও রুশ সংবাদপত্রগুলো এই উন্নয়নকে নিজেদের সামরিক সক্ষমতা বৃদ্ধি হিসেবে তুলে ধরছে।

শেয়ার করুন