মুম্বাইয়ের মীরা রোডে সম্প্রতি মেয়ের সামনে অটোচালকের হাতে শারীরিক হেনস্থার শিকার হয়েছেন অভিনেত্রী শামিম আকবর আলি। ঘটনা দেশজুড়ে নারীর নিরাপত্তা নিয়ে প্রশ্নের পুনরায় আলোচনার জন্ম দিয়েছে।
অভিনেত্রী শামিম জানিয়েছেন, গত শনিবার তিনি মেয়েকে স্কুল থেকে আনতে গিয়েছিলেন। শরীরচর্চা কেন্দ্র থেকে বের হয়ে অটোযোগে বাড়ি ফেরার সময় স্কুলের সামনে পৌঁছালে হঠাৎ অটোচালক তাঁর উপর চিৎকার শুরু করেন। অটোচালকের দাবি ছিল, ভাড়া ঠিকমতো দিতে হবে এবং তাকে ছেড়ে দিতে হবে।
শামিম জানান, মেয়েকে নিয়ে দ্রুত বাড়ি ফেরার জন্য তিনি সেই অটোতেই ওঠেন। কিন্তু বাড়ি পৌঁছানোর আগেই অটোচালক তাঁর উপর চড়াও হন এবং তাঁর হাত মুচড়ে দেন। এই দৃশ্য দেখে পাঁচ বছরের কন্যা ভয়ে আতঙ্কিত হয়ে যান।
ঘটনার পর শামিম স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছেন এবং অটোচালকের রেজিস্ট্রেশন নম্বরও জমা দিয়েছেন। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং অভিযুক্ত চালককে খুঁজছে।





