মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

মনোনয়ন বঞ্চিত সমর্থকদের ক্ষোভ, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যান চলাচল বাধাগ্রস্ত

মাদারীপুর-১ আসনে বিএনপির প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে দলীয় ভেতরের অশান্তি দেখা দিয়েছে। মনোনয়ন বঞ্চিত প্রার্থী সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকীর সমর্থকরা প্রতিক্রিয়ায় বিক্ষোভে নামে, যানবাহনে ভাঙচুর চালায় এবং সড়ক অবরোধ করে।

বুধবার (৩ নভেম্বর) বিকেলে বিএনপি তার মনোনীত প্রার্থী হিসেবে জামান কামাল নুরুদ্দিন মোল্লার নাম ঘোষণা করলে তৎক্ষণাৎ লাভলু সিদ্দিকীর সমর্থকরা ক্ষোভ প্রকাশ করেন। সন্ধ্যা ৭টার দিকে তারা ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ শুরু করেন। বিক্ষোভকারীরা কয়েকটি যানবাহন ক্ষতিগ্রস্ত করেন এবং এক সময় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, যা সাধারণ যাত্রীদের জন্য দুর্ভোগ সৃষ্টি করে।

পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অতিরিক্ত নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়। পুলিশের একজন কর্মকর্তা জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিএনপির অভ্যন্তরীণ সূত্র জানায়, মনোনয়ন প্রক্রিয়ায় কিছু নেতাকর্মীর অসন্তোষ প্রকাশিত হলেও কেন্দ্রীয় নেতৃত্ব শান্ত থাকার আহ্বান জানিয়েছে।

উল্লেখযোগ্য, জামান কামাল নুরুদ্দিন মোল্লা শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, আর সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ২০১৮ সালের নির্বাচনে একই আসনের প্রার্থী ছিলেন।

শেয়ার করুন