মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে বিএনপির মনোনয়ন পেলেন এম এ হান্নান

ইয়াছিন চৌধুরী, নাসিরনগর প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে বিএনপির প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন পেয়েছেন উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান। এই আসনটি জাতীয় সংসদের ২৪৩ নম্বর আসন।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন। ঘোষণার পরপরই নাসিরনগরে আনন্দ-উল্লাসে মেতে ওঠেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। উপজেলা জুড়ে ধানের শীষের পক্ষে মিছিল ও শোভাযাত্রা বের করা হয়।
মনোনয়ন পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এম এ হান্নান বলেন, দলের মনোনয়ন পেয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানাই। নাসিরনগরের মানুষ বিএনপির পক্ষে ঐক্যবদ্ধ তাদের প্রত্যাশা পূরণে এবার ইনশাআল্লাহ আমরা বিজয়ী হবো।
তিনি আরও বলেন, গত ১৭ বছরে এই এলাকায় প্রকৃত উন্নয়ন হয়নি। সন্ত্রাস, চাঁদাবাজি ও নির্যাতনে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। এবার অবহেলিত মানুষের স্বপ্ন পূরণে দল আমাকে মনোনয়ন দিয়েছে। নির্বাচিত হতে পারলে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবো এবং নাসিরনগরের ভৌগোলিক অবস্থান অনুযায়ী একটি শক্তিশালী ইকোনমিক জোন গড়ে তুলবো। এতে স্থানীয় যুবকদের কর্মসংস্থান সৃষ্টি হবে এবং দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।নাসিরনগরের তৃণমূল থেকে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত বিএনপি নেতারা এম এ হান্নানের মনোনয়নকে স্বাগত জানিয়েছেন। তাঁরা বিশ্বাস করেন, ঐক্যবদ্ধ বিএনপি এবার ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করবে।
শেয়ার করুন