আনিছুর রহমান, সাতক্ষীরা প্রতিনিধি :
যুদ্ধবিমানের মডেল তৈরিতে অসাধারণ সাফল্য অর্জনের জন্য সাতক্ষীরা তালা উপজেলার আলাদিপুর গ্রামের রাইস মিল ব্যবসায়ী আতিয়ার মোড়লের ছেলে বোরহান মোড়ল মনুষ্যবিহীন যুদ্ধ বিমান তৈরি করে কৃতিত্বের অবদানের জন্য সাতক্ষীরা শহর ছাত্র শিবির স্মারকলিপি প্রদান করেছে।
৪ নভেম্বর (মঙ্গলবার) বিকাল ৫ টায় সাতক্ষীরা শহরের মুন্সিপাড়ায় অবস্থিত আল-আমিন ট্রাস্টের শহর ছাত্রশিবিরের অফিসে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক মোঃ নোমান হোসেন নয়ন।
এছাড়া উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় অর্থ সহকারী ইমামুল ইসলাম, সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের সভাপতি মোঃ আল মামুন, এবং জেলা সভাপতি জুবায়ের হোসেন
প্রধান অতিথি নোমান হোসেন নয়ন বলেন,
“বোরহান মোড়লের এই সাফল্য প্রমাণ করে যে, ইচ্ছা আর পরিশ্রম থাকলে সীমিত সুযোগের মধ্যেও বড় কিছু করা সম্ভব। তরুণ প্রজন্মের মধ্যে তার এই অনুপ্রেরণাদায়ক উদ্যোগ প্রযুক্তি ও উদ্ভাবনে নতুন দিগন্ত খুলে দেবে।”
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বোরহানেরসাফল্যের প্রশংসা করেন এবং ভবিষ্যতে তার উদ্ভাবনী চিন্তাকে আরও এগিয়ে নেওয়ার জন্য সহযোগিতার আশ্বাস দেন।
মনুষ্যবিহীন বোমারু বিমান। বিকট শব্দে রানওয়েতে চক্কর দিয়ে কয়েক সেকেন্ডের মধ্যে বিমানটি আকাশে উড্ডয়ন করে। রিমোট কন্ট্রোলের মাধ্যমে শত্রু পক্ষের নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করে নিরাপদে নিজ ঘাঁটিতে ফিরে আসতে সক্ষম।
বোরহান মোড়ল মোবাইল ফোনের মাধ্যমে ইউটিউবে বিমান তৈরির ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে নিজ উদ্যোগে যুদ্ধবিমানের একটি মডেল তৈরি করেন। কটশিট, মোটর, ব্যাটারি ও অন্যান্য সরঞ্জাম ব্যবহার করে প্রায় আট মাসের চেষ্টায় তিনি বিমানটি সফলভাবে উড়াতে সক্ষম হন। এর আগে ১০ থেকে ১৫ বার ব্যর্থ হলেও তিনি নিরলসভাবে চেষ্টা চালিয়ে যান এবং শেষ পর্যন্ত সফলতা অর্জন করেন।





