খাগড়াছড়ির মহালছড়ি বাজারে আগুনে পুড়ে গেছে কমপক্ষে ২৩টি দোকান। মঙ্গলবার (৪ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
মহালছড়িতে ফায়ার সার্ভিস না থাকায় খাগড়াছড়ি জেলা সদর থেকে ফায়ার সার্ভিসের দল এসে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। ভোর ৫টার দিকে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসে।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের উপ-পরিচালক জাকের হোসেন জানান, আগুন লাগার সময় বাজারের সব দোকান বন্ধ ছিল। এছাড়া ভারী বৃষ্টি ও বজ্রপাতে বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কাঁচা কাঠের দোকানগুলোতে বজ্রপাতের কারণে আগুন লাগতে পারে। আশপাশে পর্যাপ্ত পানি না থাকায় আগুন নেভাতে পাঁচ ঘণ্টার বেশি সময় লেগেছে। তবে বৃষ্টির কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়েনি।
ব্যবসায়ীরা আগুনের ফলে প্রাথমিকভাবে ৪ থেকে ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন।





