গতকাল (মঙ্গলবার) কাতারের দোহায় অনুষ্ঠিত ম্যাচে হন্ডুরাসকে উড়িয়ে দিয়েছে লাতিন আমেরিকার ফুটবলের পরাশক্তি ব্রাজিল। একতরফা ম্যাচে ব্রাজিল ৭–০ গোলের ব্যবধানে জয় পায়। দলের হয়ে জোড়া গোল করেন ডেল, আর বাকি গোলগুলো করেন রুয়ান পাবলো, ফেলিপে মোরাইস, ভিটর হুগো, অ্যাঞ্জেলো ও গ্যাব্রিয়েল মেক।
চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখাতে থাকে। খেলার নবম মিনিটে রুয়ান পাবলোর দুর্দান্ত শটে এগিয়ে যায় দলটি। ছয় মিনিট পরই ব্যবধান বাড়ান ডেল—আর্থুর রায়ানের রিবাউন্ড শট ঠেকাতে ব্যর্থ হন হন্ডুরাসের গোলরক্ষক। ১৯তম মিনিটে মোরাইসের বজ্রগতির শটে ৩–০ তে এগিয়ে যায় ব্রাজিল।
প্রথমার্ধের যোগ করা সময়ের চতুর্থ মিনিটে রুয়ানের ক্রস থেকে তিয়াগুইনহো ভলিতে চেষ্টা করলেও গোলরক্ষক ঠেকিয়ে দেন। তবে ফিরতি বলে ডেল আবারও গোল করে নিজের জোড়া গোল সম্পন্ন করেন এবং স্কোরলাইন দাঁড়ায় ৪–০।
বিরতির পরও আক্রমণাত্মক খেলা ধরে রাখে ব্রাজিল। ৫৮ মিনিটে অ্যাঞ্জেলোর ক্রস ঠেকাতে গিয়ে ভুল করেন প্রতিপক্ষ গোলরক্ষক; সেই সুযোগে হেডে গোল করেন ভিটর হুগো। অলিভিয়া গোললাইন থেকে বল ঠেকানোর চেষ্টা করলেও ততক্ষণে সেটি জালে প্রবেশ করে। ৭৪ মিনিটে অ্যাঞ্জেলো ও নির্ধারিত সময়ের শেষ মিনিটে গ্যাব্রিয়েল মেক গোল করলে ব্রাজিলের জয় আরও বড় হয়।
এই বিশাল জয়ের ফলে ‘এইচ’ গ্রুপের শীর্ষে উঠে এসেছে ব্রাজিল অনূর্ধ্ব-১৭ দল। সমান ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে জাম্বিয়া। আগামী শুক্রবার নিজেদের দ্বিতীয় ম্যাচে ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে ব্রাজিল।





