৭ নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উল্লেখ করেছেন, ৫ আগস্টের ছাত্র ও জনগণের আত্মত্যাগের ফলে ফ্যাসিবাদী শক্তিগুলো দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। এর ফলে মানুষের মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠার নতুন পথ সুগম হয়। তিনি বলেন, চূড়ান্ত গণতন্ত্র নিশ্চিত করতে হলে অবাধ ও সুষ্ঠু নির্বাচনসহ মৌলিক মানবাধিকার সুরক্ষার বিকল্প নেই।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বার্তায় তিনি এ বক্তব্য দেন।
তারেক রহমান দেশবাসীসহ সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী-জনতার বিপ্লব শুধু রাজনৈতিক মোড় ঘুরিয়ে দেয়নি, এটি জাতীয়তাবাদী রাজনীতির উত্থানের সূচনা ছিল। এই বিপ্লবের মাধ্যমে দেশের সার্বভৌমত্ব রক্ষা পেয়েছিল।
তিনি আরও জানান, সেই দিনে দেশপ্রেমে উদ্দীপ্ত সিপাহী ও সাধারণ জনগণ রাজপথে নেমে জাতীয় স্বাধীনতা রক্ষা এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার অঙ্গীকার করেন। ৭ নভেম্বরের ঐতিহাসিক ঘটনাটি তাই অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ক্ষমতাসীন একদল স্বার্থান্বেষী কর্তারা দেশকে আধিপত্যবাদী পদ্ধতির অন্তর্গত করতে চেয়েছিল এবং একদলীয় বাকশাল গঠনের মাধ্যমে গণতন্ত্র হত্যা করার চেষ্টা করেছিল।
তারেক রহমান বলেন, এই বাকশালী শাসন অগণতান্ত্রিক ও ফ্যাসিবাদী পন্থায় মানুষের মৌলিক অধিকার হরণ করেছিল। ১৯৭৫ সালের ৩ নভেম্বর কুচক্রী শক্তি স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে ক্যান্টনমেন্টে বন্দি করে। এই গভীর সংকটের মধ্যে ৭ নভেম্বর রাজপথে মানুষের ঢল এবং সাহসী সৈনিকদের সাহসিকতায় জিয়াউর রহমান মুক্ত হন।
রাষ্ট্রপতি জিয়ার নেতৃত্বে দেশ প্রাণচাঞ্চল্য ফিরে পায়, গণতন্ত্র স্থায়ী হয়, এবং মতপ্রকাশ ও বাকস্বাধীনতা সুপ্রতিষ্ঠিত হয়। কিন্তু ১৯৮১ সালে আধিপত্যবাদী ও তাদের স্থানীয় সহযোগীরা রাষ্ট্রপতি জিয়াকে চট্টগ্রাম সার্কিট হাউসে হত্যা করে। তার শাহাদাত সত্ত্বেও তার আদর্শে অনুরক্ত মানুষ আজও দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ।
তারেক রহমান আরও বলেন, আওয়ামী ফ্যাসিবাদী শাসকরা প্রায় ১৬ বছর ধরে গণতন্ত্রকে ধ্বংস করেছে। তারা রাষ্ট্রক্ষমতাকে হাতের মুঠোয় ধরে রেখেছে। এই নীতির কারণে দেশের সার্বভৌমত্ব দুর্বল হয়ে পড়েছে। সরকারের শাসনকালে গণতন্ত্রের পক্ষে লড়াকু নেতা-কর্মীদের নির্মমভাবে দমন করা হয়েছে, গুম, হত্যা ও বিচারবহির্ভূত শাস্তির মতো ঘটনা ঘটেছে।
তিনি উল্লেখ করেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দীর্ঘদিন বন্দি রাখা হয়েছে এবং ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠা করা একান্ত জরুরি। তারেক রহমান বলেন, আওয়ামী ফ্যাসিবাদীরা দেশের কৃষ্টি, ঐতিহ্য, ভাষা ও সংস্কৃতির ওপর পরিকল্পিত আক্রমণ চালানোর চেষ্টা করেছে। তাই তিনি মনে করেন, ৭ নভেম্বরের চেতনাকে ধারণ করে সব জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্রকে শক্তিশালী করতে হবে। একইসাথে জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ।





