সোমবার, ৩ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

জাতিসংঘ মহাসচিবের আহ্বান: সাংবাদিকদের কাজের স্বাধীনতা রক্ষা করতে হবে

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বিশ্বের সব দেশের সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন সাংবাদিকদের কাজের স্বাধীনতা নিশ্চিত করা হয়। সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধের বিচারহীনতা বন্ধের আন্তর্জাতিক দিবস (২ নভেম্বর) উপলক্ষে তিনি এ আহ্বান জানান।

মহাসচিবের বিবৃতিতে বলা হয়, সত্য উদঘাটনের জন্য কাজ করা সাংবাদিকরা আজ ক্রমবর্ধমান বিপদের মুখে পড়ছেন। তাদের উপর রয়েছে মৌখিক ও শারীরিক নিপীড়ন, আইনি হুমকি, কারাবাস ও নির্যাতন। এমনকি অনেকের জীবনও হুমকির মুখে।

আন্তোনিও গুতেরেস বলেন, “সাংবাদিকদের হত্যার প্রায় ৯০% ঘটনা এখনও বিচারবিহীন। বিচারহীনতা শুধু নির্দিষ্ট ভুক্তভোগী ও পরিবারের জন্য অন্যায় নয়; এটি সংবাদপত্রের স্বাধীনতায় আঘাত, সহিংসতার প্রশ্রয় এবং গণতন্ত্রের ওপর হুমকি।”

তিনি আরও বলেন, ফিলিস্তিনের গাজা এখন সাংবাদিকদের জন্য বিশেষভাবে ঝুঁকিপূর্ণ। মহাসচিব সকল সরকারের প্রতি আহ্বান জানান, এই ঘটনার স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত করা এবং অপরাধীদের বিচার নিশ্চিত করা।

মহাসচিবের মতে, অনলাইনে নারী সাংবাদিকদের হেয়রানিমূলক আচরণ উদ্বেগজনকভাবে বেড়েছে। “যে ধরনের ডিজিটাল হুমকি ও হয়রানি হচ্ছে, তার বেশির ভাগ ক্ষেত্রেই শাস্তি কার্যকর হয় না। এটি বাস্তব জীবনের ক্ষতির কারণও হয়ে দাঁড়ায়। সাংবাদিকদের নিরাপদ কাজের পরিবেশ নিশ্চিত করতে আমাদের ডিজিটাল জগতকেও নিরাপদ করতে হবে।”

গুতেরেস শেষ করেন এই বার্তায়, “যখন সাংবাদিকদের কণ্ঠ রুদ্ধ হয়, তখন আমাদের সবার কণ্ঠস্বরে ক্ষতি হয়। আসুন, আমরা একসাথে কাজ করি, সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা করি এবং যারা সত্য প্রকাশ করে, তারা যেন ভয়ে ছাপ্পড় না খায়।”

শেয়ার করুন