বুধবার, ৫ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

গুড়ায় মহাসড়কের পাশে রক্তাক্ত অজ্ঞাত মরদেহ উদ্ধর

লতিফুল করিম, বগুড়া প্রতিনিধি : 

বগুড়ায় মহাসড়কের পার্শে অজ্ঞাত পরিচয়ে  এক ব্যক্তির  গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৫ নভেম্বর) সকালে বগুড়া জেলার শাজাহানপুর  উপজেলার বনানী এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পাশে থেকে মরদেহটি উদ্ধর করা হয়।

স্থানীয়রা  যায়, ওই এলাকায় রক্তাক্ত অবস্থায় মরদেহটি পড়ে থাকতে দেখে  থানায় খবর দেওয়া হয় । পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠায়।

পুলিশ জানায়, নিহতের পরনে ছিল নীল রঙের শার্ট ও খাকি রঙের প্যান্ট। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে অন্য কোথাও হত্যা করে দুর্বৃত্তরা মহাসড়কের পাশে ফেলে রেখে গেছে।

এ বিষয়ে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম শফিক বলেন, ‘খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চলছে

শেয়ার করুন