বুধবার, ৫ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

কক্সবাজারে আড়াই কোটি টাকার ইয়াবাসহ গ্রেপ্তার ৩, সিএনজি অটোরিকশা জব্দ

আরোজ ফারুক, কক্সবাজার প্রতিনিধি :
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় ৮০ হাজার পিস ইয়াবাসহ ৩জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় ১টি সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ২ কোটি ৪০ লাখ টাকা।
বুধবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ছায়রাখালীর ছিড়াপাহাড়স্থ এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের তুলাতুলি গ্রামের মো. আমিনের ছেলে মোহাম্মদ শফি (৪৩), একই ইউনিয়নের কাগজিখোলা গ্রামের মৃত ফজল করিমের ছেলে আমির হোসাইন (৫৪) এবং গর্জনিয়া ইউনিয়নের আলী হোসাইনের ছেলে রফিক উল্লাহ (২৯)।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, তারা মিয়ানমার সীমান্তের নাইক্ষ্যংছড়ি দিয়ে প্রশাসনের নজর এড়িয়ে ইয়াবা চট্টগ্রামে পাচারের উদ্দেশ্যে চকরিয়ায় পৌঁছে। গোপন সূত্রের ভিত্তিতে পুলিশ দুটি দলে বিভক্ত হয়ে অভিযান চালিয়ে তাদের আটক করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের চকরিয়া আদালতে পাঠানো হয়েছে।
শেয়ার করুন