বুধবার, ৫ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

এনসিপিসহ তিনটি দলকে নিবন্ধন দিচ্ছে নির্বাচন কমিশন

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সহ তিনটি রাজনৈতিক দলকে প্রাথমিকভাবে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (৪ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান। তিনি বলেন, “চূড়ান্ত পর্যালোচনা শেষে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী), বাংলাদেশ আম জনগণ পার্টি এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিবন্ধন পেতে প্রাথমিকভাবে অনুমোদিত হয়েছে। আগামীকাল পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এবং ১২ নভেম্বরের মধ্যে অভিমত গ্রহণের পর চূড়ান্ত নিবন্ধন দেওয়া হবে।”

আখতার আহমেদ আরও জানান, ১৪৩টি দলের মধ্যে প্রাথমিক বাছাই শেষে ২২টি দলের তথ্য যাচাইয়ের জন্য মাঠ পর্যায়ে পাঠানো হয়েছিল। পরবর্তী যাচাই-বাছাইয়ে সাতটি দলের কার্যক্রম ধারাবাহিকতা না থাকার কারণে তাদের নিবন্ধন বাতিল করা হয়েছে। তিনটি দল যথাযথ নিয়মে নির্বাচনী যোগ্যতা পূরণ করেছে বলে তারা নিবন্ধনের যোগ্য বলে বিবেচিত হয়েছে।

তিনি বলেন, “প্রার্থীদের প্রতীকের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেই। প্রাপ্ত আবেদন অনুযায়ী প্রতীক নির্ধারণ করা হবে। গেজেট প্রকাশও ১২ তারিখের মধ্যে সম্পন্ন হবে।”

শেয়ার করুন