শনিবার, ১ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ইনজেকশনেই এইডসের ছড়াছড়ি: বাড়ছে এইচআইভি আক্রান্তের সংখ্যা

জলিলুর রহমান জনি, সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের এইচআইভি (এইডস) সেন্টারে প্রতিদিনই ভিড় বাড়ছে। এখানে আসছেন নানা বয়সের মানুষ—কেউ নেশাগ্রস্ত, কেউ আবার অজান্তে আক্রান্ত। হাসপাতালের রেকর্ড বলছে, জেলার ২৫৫ জন এইচআইভি আক্রান্তের মধ্যে ১৮৭ জনই ইনজেকশনে ড্রাগ ব্যবহারকারী। এই সংখ্যাই যেন এখন জেলার উদ্বেগের নতুন নাম। এইডস আক্রান্তদের চিকিৎসা, কাউন্সেলিং ও ওষুধ বিনামূল্যে দেওয়া হলেও সবচেয়ে বড় সমস্যা হচ্ছে নতুন আক্রান্তদের সংখ্যা ক্রমেই বাড়ছে। বিশেষ করে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে অবৈধভাবে আসা নিষিদ্ধ ইনজেকশনজাত মাদকই এই সংক্রমণ বৃদ্ধির অন্যতম কারণ বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
এআরটি সেন্টারের কাউন্সিলর ও প্রশাসক মাসুদ রানা বলেন, “আমাদের পরিসংখ্যান অনুযায়ী, আক্রান্ত ২৫৫ জনের মধ্যে ইনজেকশনে ড্রাগ ব্যবহারকারী ১৮৭ জন। কলেজ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ২৯ জন, সাধারণ ৩৫ জন এবং যৌনকর্মী ৪ জন। এ ছাড়া চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ২৬ জন।” তিনি জানান, অনেকেই বুঝে বা না বুঝেই একই সুই বা সিরিঞ্জ ব্যবহার করছেন। ফলে দ্রুত এইচআইভি ভাইরাস একজন থেকে অন্যজনে ছড়িয়ে পড়ছে। তবে নিয়মিত ওষুধ গ্রহণ ও পরামর্শে অনেকে এখন অনেকটাই সুস্থ জীবনযাপন করছেন।
সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আকিকুন নাহার বলেন, “সমাজের নিম্নআয়ের মানুষরাই বেশি ইনজেকটিভ ড্রাগ শেয়ারিং করে ব্যবহার করছেন। তাদের মধ্যেই বেশি এইচআইভি পজিটিভ পাওয়া যাচ্ছে। আমরা শুধু চিকিৎসা নয়, মনোবল ও সচেতনতা বাড়াতেও নিয়মিত কাউন্সেলিং করছি। তবে ইনজেকশন ড্রাগের সরবরাহ ও ব্যবহার রোধে আইন-শৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হতে হবে।”
এদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জানিয়েছে, জেলার বিভিন্ন স্থানে নিয়মিত অভিযানের পাশাপাশি অবৈধ ইনজেকশন ড্রাগের ব্যবহার ঠেকাতে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। সহকারী পরিচালক এইচ এম মোস্তাফিজুর রহমান বলেন, “গত দুই বছরে আমাদের অভিযানে প্রায় ১৯০০ অ্যাম্পুল ইনজেকশন ড্রাগ জব্দ করা হয়েছে। মাদক বিক্রেতাদের বিরুদ্ধে নিয়মিত মামলা ও গ্রেপ্তার অভিযান চলছে।”
বিশেষজ্ঞদের মতে, এইচআইভি আক্রান্তদের চিকিৎসা ও কাউন্সেলিংয়ের পাশাপাশি সমাজে মাদকবিরোধী সচেতনতা বাড়ানো জরুরি। নেশা নয়, সচেতন জীবনযাপনই পারে ভাইরাসের এই দৌরাত্ম্য রোধ করতে।
শেয়ার করুন