সোমবার, ৩ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আসিয়ান পার্টনারশিপে সম্ভাবনা দেখছেন হাইকমিশনার

বাংলাদেশের আসিয়ানভুক্ত হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে, তবে আঞ্চলিক ভূরাজনৈতিক জটিলতা এই অগ্রযাত্রায় বড় বাধা বলে মনে করেন মালয়েশিয়ায় নবনিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী

সম্প্রতি কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের মিলনায়তনে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই মত প্রকাশ করেন। অনুষ্ঠানে মালয়েশিয়ায় কর্মরত বিভিন্ন গণমাধ্যম ও অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

হাইকমিশনার বলেন, “ভৌগোলিকভাবে বাংলাদেশ দক্ষিণ-পূর্ব এশিয়ার কাছাকাছি অবস্থান করছে। তাই আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার বাস্তব সম্ভাবনা রয়েছে। তবে ইস্ট তিমুরের মতো পূর্ণ সদস্যপদ অর্জনের জন্য আসিয়ানভুক্ত সব রাষ্ট্রের সম্মতি এবং রাজনৈতিক ভারসাম্য প্রয়োজন।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ এখনো আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার নয়, তাই এবারের ৪৭তম আসিয়ান সম্মেলনে অংশ নেওয়া সম্ভব হয়নি। তবু আমরা দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে সম্পর্ক সম্প্রসারণে ধারাবাহিকভাবে কাজ করছি।”

মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন কর্মী নিয়োগ বিষয়ে হাইকমিশনার বলেন, “এখনও বিষয়টি প্রাথমিক পর্যায়ে রয়েছে, তাই বিস্তারিত মন্তব্য করা ঠিক হবে না। তবে ভুল তথ্য প্রচারিত হলে আমাদের মালয়েশিয়া সরকারের কাছে ব্যাখ্যা দিতে হয়। এজন্য সংবাদ প্রচারের আগে তথ্য যাচাই অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি জানান, বর্তমানে মালয়েশিয়ায় প্রায় ১৫ লাখেরও বেশি বাংলাদেশি কর্মী বিভিন্ন খাতে কাজ করছেন। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “প্রবাসীদের সঙ্গে সরাসরি যোগাযোগ রক্ষা করে তাদের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরলে দূতাবাসের সঙ্গে একটি কার্যকর সেতুবন্ধন তৈরি হয়।”

প্রবাসী শ্রমিকদের বৈধতা ইস্যুতে এক প্রশ্নের জবাবে মঞ্জুরুল করিম খান বলেন, “প্রধান উপদেষ্টার সাম্প্রতিক সফরের সময় মালয়েশিয়া সরকারের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। তবে বৈধতার সিদ্ধান্ত সম্পূর্ণভাবে মালয়েশিয়া সরকারের এখতিয়ার।”

সভায় ডেপুটি হাইকমিশনার মোসাম্মাত শাহানারা মনিকাসহ দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মতবিনিময় শেষে সাংবাদিকরা নবনিযুক্ত হাইকমিশনারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং প্রবাসীদের কল্যাণে যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ার করুন