মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরে বিএনপি থেকে মনোনয়ন পেলেন ০৪ জন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ০৩ নভেম্বর (সোমবার)  বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে এক স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে  সাংবাদিক সম্মেলনের মাধ্যমে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে সারা দেশে ২৩৭ টি আসনের সম্ভাব্য সংসদ সদস্যের নাম প্রাথমিকভাবে ঘোষণা দেন।

এর মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বি এন পি) গাজীপুরের ৬ টি আসনের মধ্যে ৪ টিতে মনোনয়ন ঘোষণা করেন।

গাজীপুর থেকে যারা মনোনয়ন পেলেনঃ-

গাজীপুর -১ মনোনয়ন চুড়ান্ত হয়নি, গাজীপুর-২ এম মুঞ্জুরুল করিম রনি, গাজীপুর-৩ ডা: রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর-৪ শাহ রিয়াজুল হান্নান, গাজীপুর-৫ এ কে এম ফজলুল হক মিলন, গাজীপুর -৬ মনোনয়ন চুড়ান্ত হয়নি।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হয়ে যারা রাজনৈতিক মাঠে ময়দানে কাজ করেছে। দল থেকে তাদেরই মনোনয়ন দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।

শেয়ার করুন