এম. এ. মতিন, নওগাঁ প্রতিনিধি :
নওগাঁর মান্দা উপজেলার ৫নং গণেশপুর ইউনিয়নে আয়োজিত এক উঠোন বৈঠকে জেলা জামায়াতের আমির ও নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য প্রার্থী খন্দকার আব্দুর রাকিব বলেছেন, “মান্দার উন্নয়নে আমি শাসক নয়, সেবক হতে চাই। দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত একটি মান্দা গড়ে তুলতে চাই। মান্দার জনগণের কল্যাণে কাজ করতে চাই, তাই দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিন।”
তিনি বলেন, কুটির শিল্পের মাধ্যমে নারীদের কর্মসংস্থান সৃষ্টি, যুবকদের আইসিটি প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করা, হাসপাতালের আসন সংখ্যা বৃদ্ধি করে আধুনিক চিকিৎসা নিশ্চিত করা, আত্রাই নদীর উপর ছয়টি নতুন সেতু নির্মাণসহ রাস্তা-ঘাট ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নই তার অঙ্গীকার।
রবিবার (২ নভেম্বর) বিকেলে অনুষ্ঠিত উঠোন বৈঠকে ইউনিয়ন আমির মাওলানা দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খন্দকার আব্দুর রাকিব।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা মোস্তফা আল আমিন, উপজেলা আমির ডা. আমিনুল ইসলাম, উপজেলা সেক্রেটারি মাস্টার মোয়াজ্জেম হোসেন, সহকারী সেক্রেটারি মাস্টার রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রকিব, ইউনিয়ন সেক্রেটারি আব্দুল বারীসহ উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দ।





