রাজশাহীতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ১০২ রানের ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ যুব ক্রিকেট দল।
সিরিজের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তান ৫০ ওভারে ৭ উইকেটে ২৭৫ রান সংগ্রহ করে। দলের অধিনায়ক মাহবুব খান অপরাজিত ৬৮ রানের ইনিংস খেলেন। উজাইরউল্লাহ নিয়াজাই ৩১ এবং ওসমান সাদাত ২৬ রান যোগ করেন। বাংলাদেশের পক্ষে দুটি করে উইকেট শিকার করেন অধিনায়ক আজিজুল হাকিম তামিম ও আল ফাহাদ।
জবাবে খেলতে নেমে বাংলাদেশ শুরুর দিকে বিপর্যয়ে পড়ে। ওপেনার রিফাত বেগ দ্রুত আউট হন, আরেক ওপেনার জাওয়াদ আবরার ২৫ রান করে ফিরে যান। অধিনায়ক তামিম মাত্র ৯ রান করে আউট হওয়ার পর ৪৫ রানে ৩ উইকেট হারিয়ে যায় যুব টাইগাররা।
এরপর চতুর্থ উইকেটে কালাম সিদ্দিকী ও রিজান হোসেন ৯৩ রানের জুটি গড়ে দলকে সামলান। ৫০ বলে ৫৩ রান করে বিদায় নেন রিজান। কিন্তু এরপর থেকে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ অবিশ্বাস্যভাবে ভেঙে পড়ে। শেষ পর্যন্ত ৩৫ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশ ১৭৩ রানে অলআউট হয়।
কালাম সিদ্দিকী একপ্রান্তে ঝাঁপিয়ে খেলেন। ৭৯ বলে ৮ চারের সঙ্গে ১ ছক্কায় ৭১ রান করেন তিনি। তবে অন্যান্য ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে ব্যর্থ হন। আফগানিস্তানের পক্ষে যায়তুল্লাহ শাহীন ৪ ও ওয়াহিদউল্লাহ জাদরান ৩টি উইকেট শিকার করেন।
এই জয়ের মাধ্যমে আফগানিস্তান সিরিজে ১-১ সমতায় ফিরে আসে। প্রথম ওয়ানডেতে বাংলাদেশের জয় হলেও দ্বিতীয় ম্যাচ বৃষ্টির কারণে ধূসর হয়ে গিয়েছিল। সিরিজের চতুর্থ ওয়ানডে আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে।





