সোমবার, ৩ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

‘আজ কি রাত’ বাঙালি গায়িকাকে কতটা চেনেন

‘স্ত্রী ২’ সিনেমার আলোচিত গান ‘আজ কি রাত’ গেয়ে ৭০তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস পেলেন বাঙালি সংগীতশিল্পী মধুবন্তী বাগচী। ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে তাঁকে নিয়ে থাকল আরও তথ্যগত শনিবার গানটির জন্য ফিল্মফেয়ারের মঞ্চে সেরা গায়িকার পুরস্কার পেয়েছেন মধুবন্তী বাগচী।

 

গানটি তাঁর ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছেগত বছরের ২৪ জুলাই গানটির ভিডিও ইউটিউবে প্রকাশের পর রীতিমতো আলোড়ন তুলেছিল। গানটি ট্রেন্ডিংয়ের শীর্ষে ছিলগত বছরের অক্টোবরে আনন্দবাজার অনলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে মধুবন্তী বাগচী বলেন, ‘আমার সংগীতজীবনে প্রথমবার এমন ঘটল। গানটা যে শুধু সব জায়গা “ট্রেন্ড” করছে তেমনটা নয়, বরং সারা দেশ থেকে বহু মানুষ মেসেজ করছেন, মন্তব্য করছেন আমাকে ট্যাগ করে।

 

এ এক দারুণ অনুভূতি‘মিতিন মাসি’, ‘শুধু তোমারই জন্য’র মতো বাংলা সিনেমায় প্লেব্যাক করেছেন তিনি। ‘এগিয়ে দে’, ‘নেই আলো’ কিংবা ‘তোমাকে চাই’ গানগুলো শ্রোতাদের বেশ পছন্দেরবলিউডেও নিয়মিত কাজ করছেন তিনি। ‘হীরামান্ডি’ সিরিজে ‘নজরিয়া কি মারি’ গানে কণ্ঠ দেন তিনি। এই গানও বেশ সাড়া ফেলেছিল। সুরকার প্রীতম, শান্তনু মৈত্র, শেখর রাভজিয়ানির মতো অনেকের সঙ্গে কাজের সুযোগ পেয়েছেন তিনিবেশ কয়েক বছর ধরে পাকাপাকিভাবে মুম্বাইয়ে থাকছেন মধুবন্তী

শেয়ার করুন