বুধবার, ৫ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

অভিষেক ও ঐশ্বরিয়া: দুই জোড়া বাবা-মা পেয়েছি, সুখী দাম্পত্য জীবন

 

সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন এবং অভিনেতা অভিষেক বচ্চনের দাম্পত্য জীবন নিয়ে প্রায়ই গুঞ্জন শোনা যায়। সামাজিক মাধ্যমে নানা ধরনের খবর থাকলেও, পরিবার এবং দম্পতিরা কখনো এ নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ের পর ঐশ্বরিয়া রাই বচ্চন খোলামেলাভাবে বলেছেন, শ্বশুরবাড়ির ‘ভালোবাসা’ ও অমিতাভ-বচ্চন ও জয়া বচ্চনের সঙ্গে তার সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ এবং স্নেহময়।

১ নভেম্বর ঐশ্বরিয়া রাই বচ্চন ৫১ বছর পূর্ণ করেছেন। এখন তিনি ৫২ বছরে পা রেখেছেন, তবু বয়স যেন তার সৌন্দর্য ও আত্মবিশ্বাসকে স্পর্শ করতে পারেনি। নতুন প্রজন্মও তাকে আজও প্রেরণার উৎস হিসেবে দেখে। সময়ের সঙ্গে সৌন্দর্যের সংজ্ঞা পরিবর্তিত হয়, তবে কিছু মানুষ আছে, যারা সময়কেও হার মানিয়ে দিতে পারে। এমনই একজন হলেন ‘ঐশ্বরিয়া রাই বচ্চন’। জন্মদিনে সামাজিক মাধ্যমে ভক্তরা তাকে শুভেচ্ছা জানিয়েছেন এবং বলছেন, “সময়ও তোমার কাছে হার মানিয়েছে।”

১৯৯৪ সালে মিস ওয়ার্ল্ড খেতাব জেতার পর থেকে বলিউডে ধারাবাহিকভাবে হিট সিনেমায় অভিনয় করেছেন ঐশ্বরিয়া। ক্যারিয়ারের শুরুতে তিনি অভিনেতা সালমান খান ও বিবেক ওবেরের সঙ্গে সম্পর্কিত ছিলেন। তবে ২০০৭ সালে অভিনেতা অভিষেক বচ্চনের সঙ্গে বিয়ে করে স্থায়ী সম্পর্ক স্থাপন করেন।

এক সাক্ষাৎকারে প্রশ্ন করা হয়েছিল, “সর্বাধিক পরিচিত ও প্রভাবশালী তারকা পরিবারে বিয়ে করার অনুভূতি কেমন?” এর উত্তরে ঐশ্বরিয়া হেসে বলেন, “আমি প্রথমেই অভিষেককে বেছে নিয়েছি এবং খুব আনন্দিত।”

অভিষেক বচ্চনও বলেছেন, “আমরা দু’জনই ভাগ্যবান যে আমাদের চমৎকার বাবা-মা আছে। তাই আমরা বলি, আমাদের দুই জোড়া বাবা-মা আছে। আমি যখন শ্বশুরবাড়ি যাই, তখন মনে হয়, আমি নিজের বাড়িতে এসেছি।”

ঐশ্বরিয়া আরও যোগ করেন, “তারা আমাকে শুধু ঘরে এনেছেন না, বরং নতুন বাবা-মা হিসেবে আমাকে গ্রহণ করেছেন। হয়তো পুরো চলচ্চিত্র জগতের মধ্যে এটি অন্যতম প্রধান পরিবার।”

অমিতাভ বচ্চনের প্রতি তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে ঐশ্বরিয়া বলেন, “আমার কাছে তিনি শুধু শ্বশুর নন। তিনি আমার জন্য শ্রদ্ধা, ভালোবাসা এবং সম্মানের প্রতীক। আমি কৃতজ্ঞ যে অমিতাভ এবং জয়া আমাকে এভাবে গ্রহণ করেছেন এবং ভালোবেসেছেন।”

শেয়ার করুন